বাস্তব = অবাস্তব কিভাবে হয় ???
ধরুন, আপনি এখন যেখানে বসে আছেন, তার আশে পাশে কোন বস্তু (যেমনঃ মোবাইল, কলম, খাতা, কম্পিউটার...... ) এখন আপনার কাছে বাস্তব, মানে আপনি তা স্পর্শ করতে পারছেন। ধরলাম আপনি স্পর্শ করলেন এবং এখনও করে আছেন - ঠিক সেই মুহূর্তে যদি আপনার মস্তিষ্ককে অপসারণ করা হয়, তাহলে কি ঘটবে ???
আপনার অনুভূতি চলে যাওয়ার কারণে বস্তুটি অবাস্তব মনে হবে।
সে দিক হতে খেয়াল করলে আমাদের চারপাশে সকল বস্তুই অবাস্তব। যদিও আমাদের অনুভূতি থাকার কারণে সেগুল বাস্তব মনে হয়। ( পোস্টটি একটানা না পড়ে, মাঝে কিছুক্ষন চিন্তা করলে ব্যাপারটি ভালভাবে বুঝতে পারবেন)
আরেকটি উদাহরণ দিই, সাধারণত কোন মানুষকে দুইভাবে চেনা যায়। একঃ চেহারা দেখে, দুইঃ নাম ব্যবহার করে। ছোট বেলা থেকে একটি শিশুকে তার অবাস্তব নামটি দিয়ে অনবরত ডাকার কারণে তা পরবর্তীতে বাস্তব মনে হয়।
এখন বড় হওয়ার পর, লোকটির (মানে শিশুটির) পরিচিত মানুষ-জন (যারা তার চেহারা চিনে ও নাম জানে) তাকে দেখলে তার নাম মনে করে অথবা কোনভাবে তার নাম শুনলে লোকটির (মানে শিশুটির)
চেহারা তার মনে পরে যাবে। তার মানে হল, কোন একজন লোকের নাম(অবাস্তব) ও চেহারা (বাস্তব) উভয়ই বাস্তব মনে হয়।
আসলে তা কতটুকু বাস্তব ???
ধরি, কোন লোকের নাম বিজয়। তার চেহারা এই রকম @। এখন যদি আমরা কমপক্ষে দুই মিনিট মহাবিশ্বের সকল চিন্তা-ধারা ত্যাগ করে, বিজয় ও তার চেহারার loop চালাই (মানে একটির পর একটি চিন্তা করতে থাকি), তাহলে আমরা বুঝতে পারবো যে, বিজয় ও @ এর মাঝে কোন সম্পর্ক নেই ।
[বিঃ দ্রঃ => আপনারা অবশ্যই যাকে ভালভাবে চিনেন তার উপর পরীক্ষাটা করবেন। মনে রাখবেন মহাজাগতিক অন্য কোন চিন্তা করা যাবে না।]