Saturday, September 26, 2015

কষ্ট অনুভব করছি

কষ্ট অনুভব করছি সে সকল ইয়াতীম-মিসকিনদের জন্যে, যারা ছোটো বেলায় তাদের মা-বাবাকে হারিয়েছে এবং তাদের ভবিষ্যতের প্রতিটি মূহুর্ত কিভাবে কাটবে তা চিন্তা করে।
কষ্ট অনুভব করছি তাদের জন্যেও যারা তাদের (ইয়াতীম-মিসকিনদের) ধন-সম্পদ ভোগ করছে এবং তাদের প্রাপ্ত হক হতে বিরত রাখছে।

প্রথমক্ষেত্রে, কষ্টটি হল ইহকালকেন্দ্রিক এবং পরবর্তীতে পরকালকেন্দ্রিক।

বিশ্বে যা কিছু প্রথম (Collected)

আমরা আমাদের চারপাশে যে সমস্ত পণ্য দেখি, শুরুতে সেগুলোর চেহারা কিন্তু এমনটা ছিল না। তাহলে কেমনটা ছিল ?? এই লিঙ্কে click করে দেখে নেয়া যাক।  

মঙ্গল যাত্রা || Journey to Mars (Collected)

বিস্তারিত জানতে এই লিংকে click করুন।

Sunday, September 20, 2015

Facebook Like Button


Facebook like button দিয়ে কি বুঝায়?? কোন কিছু পছন্দ করা??
ধরি, কোন একটি Facebook page (যেমনঃ Radiomunna.com) সংবাদ প্রকাশিত হল এই রকম heading দিয়ে - /* সিলেটে ছাত্রী নির্যাতন */  তবুও দেখা যায় like এর কমতি নেই।
এখন প্রশ্ন হল জনগণ কি জন্য like দেয়?? Radiomunna.com এমন একটি সংবাদ সকলের কাছে দ্রুত পৌঁছে দেয়ার জন্য নাকি /* সিলেটে ছাত্রী নির্যাতন */ এমন ঘটনাকে জনগণ like করে??

উত্তরঃ অবশ্যই প্রথমটা। (মানে এমন একটি সংবাদ সকলের কাছে দ্রুত পৌঁছে দেয়ার জন্য জনগণ like দেয় ।)

আবার যদি এমন হয় যে, Facebook page সংবাদ প্রকাশিত হল /* সরকার দলীয় একজন মন্ত্রী অসহায়-দুঃস্থ লোকদের সেবা করছেন */ তবুও দেখা যায় like এর কমতি নেই।
তাহলে জনগণ কিসে like দিবে?? এমন একটি সংবাদ সকলের কাছে দ্রুত পৌঁছে দেয়ার জন্য নাকি /* সরকার দলীয় একজন মন্ত্রী অসহায়-দুঃস্থ লোকদের সেবা করছেন */ এমন সুকর্মকে ?!?!  

উত্তরঃ এখন অবশ্যই দুইটাই like দেয়ার যোগ্য।

কিন্তু যদি এমন হয় যে, Facebook page এ এমন একটি সংবাদ প্রকাশিত হল যাতে আমরা একমত হতে পারি না। তখন কি ঘটবে?? কিছু লোক like দিবে ঘটনাটাকে পছন্দ করে আর কিছু লোক(যারা ঘটনাটার প্রতি দ্বিমত পোষণ করে) like দিবে প্রচার করার জন্যে। 
তাহলে জনগণ কিভাবে বুঝবে কারা কেন like দিল???

[বিঃ দ্রঃ -> এই সকল বিষয় পরিষ্কার না করে যদি Facebook dislike button যোগ করা হয়, তাহলে কি পরিমাণ ভুল বোঝাবুঝি হবে তা সহজেই অনুমেয়। অবশ্য Facebook এর নিয়মকানুন কিছুটা পরিবর্তন করে Dislike Button দিয়ে এর সুরাহা করা যেতে পারে।]

Wednesday, September 16, 2015

বাস্তব = অবাস্তব !!!

বাস্তব = অবাস্তব কিভাবে হয় ???
ধরুন, আপনি এখন যেখানে বসে আছেন, তার আশে পাশে কোন বস্তু (যেমনঃ মোবাইল, কলম, খাতা, কম্পিউটার...... ) এখন আপনার কাছে বাস্তব, মানে আপনি তা স্পর্শ করতে পারছেন। ধরলাম আপনি স্পর্শ করলেন এবং এখনও করে আছেন - ঠিক সেই মুহূর্তে যদি আপনার মস্তিষ্ককে অপসারণ করা হয়, তাহলে কি ঘটবে ???

আপনার অনুভূতি চলে যাওয়ার কারণে বস্তুটি অবাস্তব মনে হবে।

সে দিক হতে খেয়াল করলে আমাদের চারপাশে সকল বস্তুই অবাস্তব। যদিও আমাদের অনুভূতি থাকার কারণে সেগুল বাস্তব মনে হয়।  ( পোস্টটি একটানা না পড়ে, মাঝে কিছুক্ষন চিন্তা করলে ব্যাপারটি ভালভাবে বুঝতে পারবেন)

আরেকটি উদাহরণ দিই,  সাধারণত কোন মানুষকে দুইভাবে চেনা যায়। একঃ চেহারা দেখে, দুইঃ নাম ব্যবহার করে। ছোট বেলা থেকে একটি শিশুকে তার অবাস্তব নামটি দিয়ে অনবরত ডাকার কারণে তা পরবর্তীতে বাস্তব মনে হয়।

এখন বড় হওয়ার পর, লোকটির (মানে শিশুটির) পরিচিত মানুষ-জন (যারা তার চেহারা চিনে ও নাম জানে) তাকে দেখলে তার নাম মনে করে অথবা কোনভাবে তার নাম শুনলে লোকটির (মানে শিশুটির)
চেহারা তার মনে পরে যাবে। তার মানে হল, কোন একজন লোকের নাম(অবাস্তব) ও চেহারা (বাস্তব) উভয়ই বাস্তব মনে হয়।

আসলে তা কতটুকু বাস্তব ???

ধরি, কোন লোকের নাম বিজয়। তার চেহারা এই রকম @। এখন যদি আমরা কমপক্ষে দুই মিনিট মহাবিশ্বের সকল চিন্তা-ধারা ত্যাগ করে, বিজয় ও তার চেহারার loop চালাই  (মানে একটির পর একটি চিন্তা করতে থাকি), তাহলে আমরা বুঝতে পারবো যে, বিজয় ও @ এর মাঝে কোন সম্পর্ক নেই ।

[বিঃ দ্রঃ => আপনারা অবশ্যই যাকে ভালভাবে চিনেন তার উপর পরীক্ষাটা করবেন। মনে রাখবেন মহাজাগতিক অন্য কোন চিন্তা করা যাবে না।]    

ভালবাসা কাদের জন্য ??

ভালবাসা সকল পরমাণু, শক্তি, Space ও ঈশ্বর কণার জন্য।

কেউ জানে না

ছেলেটি সকল মানুষের মতই স্বাভাবিক, কিন্তু কেউ জানে না তার হৃদয়ে কি বাজে, মস্তিষ্কে কি ঘটে কিংবা সে কি বলতে চায়।
ইশারা, লিখা, কথা বলা,... ইত্যাদি দিয়ে মনের ভাব প্রকাশ যায় ঠিক ই, কিন্তু এমন কিছু ভাব থাকে যা কেবল অনুভব করা যায়, কাউকে বোঝানো যায় না।


কিছু সংখ্যা

ঘুরে ফিরে সেই কিছু সংখ্যাই বার বার চোখের সামনে এসে পরে। যেমনঃ ১৪, ২৩, ২৮, ৫৬, ..................... ইত্যাদি। তবে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়।

তার মানে কি বুঝায় সমস্ত বিশ্ব জগত সংখ্যাতত্ত্বের উপর প্রতিষ্ঠিত নাকি অসংখ্য সংখ্যার ভিড়ে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যাগুলো আমাদের অবচেতন মনে মনে পরতে চায় কিংবা মনে পরে ??