Tuesday, December 6, 2016

শিক্ষকতা

শিক্ষকতা পেশাটি নিঃসন্দেহে পবিত্র। তাই বলে যারা শিক্ষকতা পেশা বেছে নেন তারা যে সকলেই পবিত্র - তা কিন্তু নয়। শিক্ষক হতে হলে সাধনা করতে হয়, নিজেকে মানসিকভাবে উৎসর্গ করতে হয়.....................।


কিছু শিক্ষকের (নামধারী) জন্য নিচের সূত্রটি প্রযোজ্য------

[বিঃ দ্রঃ ==> সময় স্বল্পতার কারণে লিখাটা বড় করতে পারলাম না। আরও অনেক কিছু বলার ছিল।
তবে হ্যাঁ, তোরা যারা নিজেকে কলুষ মন নিয়ে শিক্ষক বলে দাবী করছিস, শিক্ষকতা করছিস, তোরা কখনোই শিক্ষক নস। ]

Saturday, October 1, 2016

Why do I prefer silence???

0,1,2,3,4,5,6,7,8,9,10,11,...............
Unlimited Update versions...........
Limitations of Human's Knowledge......
For these reasons, I prefer silence.

Saturday, July 30, 2016

Feel করুন

হ্যাঁ feel করুন।
জগৎ সংসারের প্রত্যেকটি মায়ের মায়াকে, বাবার স্নেহকে feel করুন। না, আপনি করছেন না, করলে আপনার চোখে পানি চলে আসতো। কয়েক মিনিট চিন্তা করুন না এটা নিয়ে।

 কত কষ্ট মা-বাবা আমাদের জন্য করেছে তা তো আর লিখে, বলে, চিন্তা করে শেষ করা যাবে না। তাই হয়তো অনেকে এটা নিয়ে চিন্তা ও করেন না।

তবুও ব্যতিক্রম যে আমাদের পিছু ছাড়ে না। কিছু ক্ষেত্রে দেখা যায়, জন্ম দানেই মা বা বাবার কাজ শেষ হয়ে যায়। সন্তানের ভবিষ্যত পরিণতি সম্পর্কে তারা ভাবে না। এমন মা-বাবাকে একদম মনের ভিতর থেকে ধিক্কার জানাই।

তাই বলে গুটি কয়েক মানুষ রূপী জানোয়ারদের জন্য আমার/আমাদের মায়ের জাতি, বাবার জাতিরা কেন মাথা নিচু করে থাকবে??

স্যালুট জানাই প্রত্যেক মা-বাবাকে, যারা তাদের সন্তানদের লালন-পালন করেছেন এবং আদব-কায়দা শিখিয়েছেন, মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আর অনন্তকাল ব্যাপি তাদের ধিক্কার জানাই সে সকল কুলাঙ্গারদের যারা কেবল স্বার্থ হাসিল করে।

[বিঃ দ্রঃ - আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে একটা ভালো মা এবং একটা ভালো বাবা দিয়েছেন]

Sunday, July 17, 2016

Runge-Kutta Method

না জানি আরো কত মেথড দেখতে হবে!
!!

Thursday, July 7, 2016

IS stands for Infernal State

"একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত’। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু করবে সবচেয়ে ঘৃণ্য কাজ। তারা এত বেশি ধর্ম পালন করবে, যার কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখে মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ কিছুই বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ নিয়ে আওড়াতে থাকবে। আর এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট"। __হযরত মুহম্মদ (স:) [হাদিস গ্রন্থ সহিহ মুসলিম চতুর্থ খন্ড, পৃষ্ঠা নং : ৪০৭]
আজকে যেসব সংগঠন কেউ জিহাদ জিহাদ করে কেউ ইসলামী আন্দোলনের নাম করে এসব করতেছে তাদের থেকেই কি আমাদের সতর্ক করেননি হযরত মুহম্মদ (সঃ)। - পবিত্র হাদীসে বর্ণিত আছে, “যে মুসলিম ব্যক্তি মুসলমান রাষ্ট্রে বসবাসকারী একজন অমুসলিমকে হত্যা করবে সে জান্নাততো দুরে থাক তার তার সুগন্ধও পাবেনা যদিও জান্নাতের সুগন্ধ ৪০ বছর সমপরিমান দুরত্ব থেকে পাওয়া যায়”। (সহীহ্ বুখারী সংখ্যা-৩) - পবিত্র হাদীসে হযরত মুহাম্মদ (সাঃ) ইরশাদ করেছেন, “মুসলমান রাষ্ট্রে কোন মুসলমান দ্বারা কোন অমুসলিমের অধিকার ক্ষুন্ন বা নির্যাতনের শিকার হয় যা সে সহ্য করতে পারেনা রোজ কিয়ামতের দিনে আমি স্বয়ং ঐ মুসলমান ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দেব”। (সুন্নান আবু দাউদ সংখ্যা নং-৩,পৃঃ-১৭০,হাদীস নং-৩০৫২)

Friday, May 13, 2016

Vote For Your MotherLand

১৬ কোটি হেরে যাবে ২১ লাখের কাছে?
-----------------------------------------------------
আজকে সকাল থেকে রাত দশটা পর্যন্ত প্রথম তিনটি পজিশনে আমরা কী করেছি দেখি-
১. ইউক্রেন (জনসংখ্যা- ৪ কোটি ৫৫ লাখ) – ভোট দিয়েছে ৮৩৫টি
২. মেসিডোনিয়া (জনসংখ্যা – ২১ লাখ!!!) ভোট দিয়েছে ৬১৯
৩. বাংলাদেশ (জনসংখ্যা – ১৬ কোটি) – ভোট দিয়েছি ১১৩৬।
প্রথমের সঙ্গে আমাদের ব্যবধান ১৪৭৮!!!
আমি দেখেছি, আমার পোস্ট, ব্লগ পোস্ট, ইভেন্টের গোয়িং, প্রথম আলো ও অন্যান্য পত্রিকার নিউজ – সব মিলিয়ে শেয়ারই হয়েছে প্রায় পাচ হাজারের মতো, কালকে আর আজকে মিলে। অথচ দুইদিনে এখন পর্যন্ত ভোট পড়েছে দুই হাজারের কম। মানে দাড়াচ্ছে অনেক 'ভোট দিনের' নিচে লাইক দিচ্ছে, শেয়ার করছে কিন্তু ভোটটা দিচ্ছে না।
দ্বিতীয়ত অনেকেই ব্যাপারটা এখনো জানেই নাই। আজকে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইয়ুথ ফেস্টে গিয়ে দেখি উপস্থিতির ১০% মাত্র জানে!!!
এই অবস্থা হলে আমরা কিন্তু জিততে পারবো না।
জিততে হলে –
১. প্রথমে নিজের ভোটটা দিতে হবে। অনেকেই, বিশেষ করে যারা ক্রোম ব্রাউজ্র ব্যবহার করে না, তাদের সমস্যা হচ্ছে। কাজে গবেষণা না করে ঝটপট ক্রোম নামিয়ে নিয়ে বাকী দুইদিন সেটা ব্যবহার করতে হবে।
২. যারা অন্যদের বলছেন, তারা ফলোআপ করেন।
মোবাইলে যাদের সমস্যা হচ্ছে তারা মন্তব্যের লিংকে যান। সেখানে শেসের দিকে একটা সলিউশন আছে সেটা দেখুন]
===কী করতে হবে========
যারা এখনো ভোট দেননি তারা https://2016.spaceappschallenge.org/ এই লিংকের ডানদিকে Sign Up এ ক্লিক করলে একটা ফরম পাবেন যেখানে আপনার ইমেইল, একটা আইডি (নিজে দেবেন) চাইবে। সেটা দিলে আপনার ই-মেইলে একটা ভেরিফিকেশন মেইল আসবে। ব্যাস হয়ে গেল।
এবার সরাসরি নিচের লিংকে যান
https://2016.spaceappschallenge.org/…/simspace/projects/mar…
এখানে গেলে ডানদিকে ছবির নিচে [Vote Now] তে ক্লিক করে ভোট দিন।
কালকে দেওয়ার জন্য সরাসরি এই লিংকে গেলেই হবে।
===যারা ভোট দিয়ে ভাবছেন যে আজকের ভোট দিছেন তারা আজকে আবার মূল পেজের ডানদিকে Login করে সরাসরি মার্টিয়ানওয়েসিসের পেজে যান-
https://2016.spaceappschallenge.org/…/simspace/projects/mar…
আজকের ভোট যদি দেওয়া হয়ে থাকে তাহলে দেখাবে [You Voted Today]
যে দেশের লোক সংখ্যা আমাদের ঢাকার মিরপুরের চেয়ে কম তাদের কাছে হারতে চান কী না সেটা আপনার সিদ্ধান্ত। না চাইলে নিজের যা ই-মেইল আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়েন।
[এখন যারা প্রথমবারের মতো আমার এই স্ট্যটাস খেয়াল করছেন তারা বিস্তারিত জানতে প্রথম মন্তব্যের লিংক দেখতে পারেন]।
চলুন আমরা জিতি!!!