Saturday, July 30, 2016

Feel করুন

হ্যাঁ feel করুন।
জগৎ সংসারের প্রত্যেকটি মায়ের মায়াকে, বাবার স্নেহকে feel করুন। না, আপনি করছেন না, করলে আপনার চোখে পানি চলে আসতো। কয়েক মিনিট চিন্তা করুন না এটা নিয়ে।

 কত কষ্ট মা-বাবা আমাদের জন্য করেছে তা তো আর লিখে, বলে, চিন্তা করে শেষ করা যাবে না। তাই হয়তো অনেকে এটা নিয়ে চিন্তা ও করেন না।

তবুও ব্যতিক্রম যে আমাদের পিছু ছাড়ে না। কিছু ক্ষেত্রে দেখা যায়, জন্ম দানেই মা বা বাবার কাজ শেষ হয়ে যায়। সন্তানের ভবিষ্যত পরিণতি সম্পর্কে তারা ভাবে না। এমন মা-বাবাকে একদম মনের ভিতর থেকে ধিক্কার জানাই।

তাই বলে গুটি কয়েক মানুষ রূপী জানোয়ারদের জন্য আমার/আমাদের মায়ের জাতি, বাবার জাতিরা কেন মাথা নিচু করে থাকবে??

স্যালুট জানাই প্রত্যেক মা-বাবাকে, যারা তাদের সন্তানদের লালন-পালন করেছেন এবং আদব-কায়দা শিখিয়েছেন, মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আর অনন্তকাল ব্যাপি তাদের ধিক্কার জানাই সে সকল কুলাঙ্গারদের যারা কেবল স্বার্থ হাসিল করে।

[বিঃ দ্রঃ - আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে একটা ভালো মা এবং একটা ভালো বাবা দিয়েছেন]